আনোয়ারায় ভেজাল ঘি ও চা পাতা বিক্রির অভিযোগে স্থানীয়দের সহায়তায় দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। গত রোববার দিবাগত রাতে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বোয়ালখালী উপজেলার ব্যবসায়ী এমদাদ হোসাইন সাগর চৌধুরী (২৯) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন। আটককৃতরা হলেন, সাতকানিয়ার সাহেদুল আলম চৌধুরী (৪৭) ও সীতাকুণ্ডের মো. আব্দুল বাতেন (৪৮)। তারা উভয়ে ‘আর সি ফুডস’ নামে একটি প্রতিষ্ঠানের জেনারেল ও সহকারী জেনারেল ম্যানেজার।
মামলার এজহারে উল্লেখ করা হয়, আটককৃরা গত ১৭ অক্টোবর ২ লাখ টাকা মূল্যের আনন্দ গাওয়া ঘি ও লাইক চায়ের পাতা বিক্রয় করে এমদাদ হোসাইনের কাছে। ক্রয়কৃত ঘি ও চা পাতা এলাকায় বিক্রি করলে উক্ত চা পাতা এবং ঘি ভেজালের অভিযোগ তুলে স্থানীয় ক্রেতারা। এতে সমস্যায় পড়েন ব্যবসায়ী। এ ব্যাপারে তিনি আর সি ফুডসের আটককৃত জেনারেল ম্যানেজার ও সহকারী জেনারেল ম্যানেজারকে বার বার জানালেও তারা কোন রকম সাড়া না দিলে অন্য কৌশল অবলম্বন করেন তিনি। চাতরি চৌমুহনী বাজার এলাকায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।