আনোয়ারায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দীন চৌধুরীর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন দাশ, উপাধ্যক্ষ মুহাম্মদ রিদোয়ানুল হক,প্রধান শিক্ষক নাছির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) আইয়ুব খান রফিক, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম.নুরুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দীন চৌধুরী তামাকের ক্ষতিকর দিক সমূহ তুলে ধরেন।