আনোয়ারায় চালককে অস্ত্র ঠেকিয়ে সিএনজিচালিত টেক্সি ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সকালে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল রাউজান উপজেলার মো. আবুল কাশেম (৩২), মোহাম্মদ করিম (৩৪), ভোলা জেলার লালমোহন উপজেলার মোহাম্মদ আব্বাস (৩০), আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মোহাম্মদ জিসান (১৯)। তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা হয়েছে। গত বুধবার সকালে উপজেলার চাতরি টানেল সংযোগ সড়কের মোড়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা মো. রিপনের মালিকানাধীন টেক্সিটি ভাড়ায় পরিচালনা করেন সিএনজি চালক মিজানুর রহমান। গত বুধবার ভোরে চালক মিজান টেক্সিতে সিএনজি লোড করতে মইজ্যারটেক যাওয়ার সময় কর্ণফুলী টানেল সংযোগ সড়কের মোড় থেকে যাত্রীবেশে ৩/৪ জন ব্যক্তি গাড়িতে উঠে তাকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় গাড়ির মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযানে নামে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, আমরা নিশ্চিত হয়েছি পুরো চট্টগ্রামের কয়েক গ্রুপে বিভক্ত একটি বিশাল সিন্ডিকেট চট্টগ্রামসহ বিভিন্ন উপজেলা থেকে সিএনজিসহ নানা ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। গত বুধবারের গাড়ি ছিনতাইয়ের ঘটনায় আমরা ৪ জনকে গ্রেপ্তার করেছি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এসব চুরির ঘটনায় আমরা চাঞ্চল্যকর তথ্য পেয়েছি।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়–একটা সিএনজি চুরি হওয়ার পর অন্তত দুই দিনের মধ্যে ৪ থেকে পাঁচ বার হাত বদল হয়। একটি চক্রের সহায়তায় গাড়িগুলো বিভিন্ন স্থানে হস্তান্তর হয়। ইতিমধ্যে পুলিশ চাতরি, মইজ্যারটেক, বায়েজিদ, রাউজান, পটিয়াসহ বিভিন্ন স্থহা অভিযান চালিয়েছে।