আনোয়ারায় টপ সয়েলের মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা, স্কেভেটর ও ট্রাক জব্দ

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ৯:৫৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় জমির টপ সয়েল কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন এই অভিযান চালান।

অভিযানে দুই ইট ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া দুইটি এস্কেভেটর ও ৮টি ট্রাক জব্দ করা হয়েছে। গত শনিবার মধ্যরাতে উপজেলার রায়পুর, দক্ষিণ সারেঙ্গা ও বটতলী ইউনিয়নের তুলাতলি এলাকায় এ অভিযান চালানো হয়। জানা যায়, গত কয়েক দিন ধরে উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া, পশ্চিম তুলাতলী, রায়পুর ইউনিয়নের দক্ষিণ সারেঙ্গা গ্রামে ফসলি জমি থেকে এস্কেভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে ট্রাকে মাটি কেটে স্থানীয় ইট ভাটায় ও বিভিন্ন স্থাপনায় নিয়ে যাচ্ছিল।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন জানান, মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, এ ব্যাপারে গতকাল রবিবার ‘তিন ফসলের মাটির জমি যাচ্ছে ইট ভাটা’ শিরোনামে দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ৫০ লাখ টাকা অনুদান
পরবর্তী নিবন্ধচবির ডায়েরিতে বঙ্গবন্ধু টানেলের ভুল ছবি