আনোয়ারায় সামাজিক সংগঠন জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়সহ আওর ২টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ১ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: রাশেদুল আলম, পরীক্ষা কেন্দ্র প্রধান শিক্ষক মুহিদুল ইসলাম, কেন্দ্র সচিব জামশেদুল আলম, ফাউন্ডেশনের উপ–পরিচালক ইশতিয়াক রাসেল, ইকবাল করিম, সাজ্জাদ হোসেন সাকিব, সাব্বির হোসেন জুয়েল ও কলিম উদ্দিন উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: রাশেদুল আলম বলেন, জোনাকী ফাউন্ডেশন বিগত ৬/৭ বছর ধরে মানবিক কার্যক্রমের পাশাপাশি, মেধাবৃত্তির কার্যক্রমও সফলভাবে পালন করে যাচ্ছে।