আনোয়ারায় কোরিয়ার ইপিজেডের শ্রমিকবাহী জীপ উল্টে কালু বেপারী (৬৫) নামের ১পথচারী বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। এসময় ৫ নারী শ্রমিকও আহত হয় বলে জানা গেছে। গতকাল রোববার সন্ধ্যায় পিএবি সড়কের কালাবিবির দিঘীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান,গতকাল সন্ধ্যায় পিএবি সড়কের কালাবিবি মোড়ের আগে চায়না শিল্পজোন সড়কের সামনে কেইপিজেডের পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি জীপ এক পথচারী বৃদ্ধকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে পথচারী বৃদ্ধা কালু বেপারী (৬৫) গুরুতর আহত হন। আহত বৃদ্ধাকে প্রথমে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ ছাড়া গাড়িতে থাকা ৫–৬ জন নারী শ্রমিকও আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
আহত বৃদ্ধার বাড়ি ভোলা জেলার চর ফ্যাশন বলে জানা যায়। সে আনোয়ারার ঝিওরি গুচ্ছ গ্রামে মেয়ের বাসায় থাকে।