আনোয়ারায় ছিনতাইকারীর হামলায় মো. শহীদ (৩৩) নামের এক ব্যবসায়ী আহত হয়েছে। এসময় নগদ টাকা ও ১টি স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে শোলকাটা চুরত বিবি জামে মসজিদের দক্ষিণের কালভার্টের উপর এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত শহীদকে আনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘটনার শিকার মোঃ শহীদ জানায়, রবিবার সন্ধ্যায় আমার অসুস্থ শিশু কন্যা জান্নাতকে ডাক্তার দেখিয়ে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে শোলকাটা চুরত বিবি জামে মসজিদের দক্ষিণের কালভার্টের উপর একদল দুষ্কৃতকারী আমাদের গাড়ি থামিয়ে আমার পায়ে ছুরি মেরে আঘাত করে আমার স্ত্রী নাছরিন সুলতানা (২৯) গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও আমার ব্যাগে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর আমি জরুরি নাম্বারে ফোন করি। আনোয়ার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নুসরাত জানায়, মোঃ শহীদ নামের আহত এক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, ছিনতাইযের ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি।












