আনোয়ারায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় পুলিশের অভিযানে চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ (নিষিদ্ধ) ছাত্রলীগের উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক একে খানকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রায়পুর ইউনিয়নের দর্জিবাড়ি গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা একে খান বিএনপির দায়ের করা বিস্ফোরক ও অপহরণ মামলার এজাহারনামীয় আসামি। গতকাল রোববার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের পদযাত্রায় টিয়ার শেল, জলকামান
পরবর্তী নিবন্ধরিহ্যাব ফেয়ারে ৮৪ কোটি ৭৭ লাখ টাকার ফ্ল্যাট, প্লট বিক্রি ও বুকিং