আনোয়ারায় চুরি হওয়া মোটরসাইকেল মহেশখালীতে উদ্ধার

গ্রেফতার ১

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

আনোয়ারা থেকে চুরি হওয়া মোটরসাইকেল মহেশখালী থেকে উদ্ধার করেছে আনোয়ারা থানা পুলিশ। এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ নাঈম উদ্দিন (২৭) নামের এক যুবককেও গ্রেফতার করা হয়। গত বুধবার বিকেলে মহেশখালী উপজেলার কালামারছড়া এলাকা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মোঃ নাঈম উদ্দিন চকরিয়া থানার উত্তর পূর্ব ছনুয়াপাড়ার এলাকার মৃত নুরুচ্ছফার পুত্র। আনোয়ারা থানা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল আনোয়ারা উপজেলার শোলকাটা হাসপাতাল মোড়ের আবু জাফর মঞ্জিলের নিচ তলায় গেইটের তালা কেটে স্থানীয় মো. রুবেলের (৩৮) মালিকানাধীন মোটরসাইকেলটি দুষ্কৃতকারীরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি চুরির অভিযোগ করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, গত ২৮ এপ্রিল শোলকাটা এলাকা থেকে মোটরসাইকেলটি চুরির পর পুলিশের অনুসন্ধানী মাঠে নেমে পড়ে পরবর্তীতে গত বুধবার অভিযান পরিচালনা করে মহেশখালী থেকে এক অভিযুক্তসহ চুরি হওয়া মোটরসাইকেলটি আমরা উদ্ধার করি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
পরবর্তী নিবন্ধহালদা থেকে ডিমওয়ালা মরা মাছ উদ্ধার