আনোয়ারায় চার বাসতঘর পুড়ে ছাই

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ৩:০৪ অপরাহ্ণ

আনোয়ারায় অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মোঃ করিম, মোঃ ইলিয়াছ, জেবল হোসেন ও আক্তার হোসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসলেও তার আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান স্থানীয়রা। এতে চার পরিবারে ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো. ফরহাদুল ইসলাম জানান, রাতে মানুষের চিৎকারে ঘুম থেকে উঠে আগুন দেখতে পায়, মো. ইলিয়াসের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সব পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মো. ইলিয়াছ জানায়, রাতে ঘরে হঠাৎ আগুন দেখে কোন রকম পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বের হয়। আগুনে আমার নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনর্চাজ মংসুইনু মারমা বলেন, আগুনের খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌছায়। কিন্তু তার আগেই সব পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধট্রেনে কাটা পড়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহীর হাত বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধউখিয়ায় বাইক-ডাম্পারের সংঘর্ষে যুবক নিহত