আনোয়ারায় গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিকট আওয়াজে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া এলাকার মোস্তাক আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আবদুল্লাহ জানান, বাড়িতে আলাদা একটি ঘরে রাখা গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন লেগে গুদামটি পুড়ে গেছে। এতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতে আমরা ঘটনাস্থলে যাই। একটি গ্যাস সিলিন্ডার রাখার ঘরে আগুন লাগে। এতে লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের দুর্ঘটনা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধনতুন ভোটার হতে আগ্রহীদের নির্বাচন অফিসে যেতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে
পরবর্তী নিবন্ধ৪৯ পণ্যের অনলাইন নিলামে ৭৯ দরপত্র জমা