আনোয়ারায় ‘মিথ্যা অপবাদ দেওয়ায় অপমানে’ তাহমিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত ৩টায় উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার পশ্চিম বরৈয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আরিফের স্ত্রী এবং রায়পুর পূর্ব গহিরা এলাকার মৃত মো. কামাল উদ্দীনের কন্যা।
এ ঘটনায় নিহতের মামা মো. হারুন মিথ্যা অপবাদ দিয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের দেবর প্রবাসী মো. কায়সার (৩২) ও ননদ রুবি আক্তারের (৩০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দেবর ও ননদ পলাতক রয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ গতকাল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
মামলার বাদী মো. হারুন বলেন, ১২ বছর আগে আমার ভাগিনী তাহমিনা আক্তারের সাথে পশ্চিম বরৈয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আরিফের বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তানের জন্ম হয়। বিয়ের দুই বছর পর তাহমিনার বাবা ও গত ৮ মাস আগে তাহমিনার মা মারা যায়। গত ৯ ফেব্রুয়ারি তাহমিনার দেবর অভিযুক্ত মো. কায়সার সৌদি আরব থেকে দেশে আসেন। এরপর তার বড় বোন রুবি আক্তারসহ মিলে আমার ভাগিনীর বিরুদ্ধে সৌদি আরবে থাকা তার স্বামীর কাছে অপবাদ সাজিয়ে বিভিন্ন কথা বলে তাহমিনার সংসারে অশান্তি তৈরি করলে অপমান সইতে না পেরে রাগে ক্ষোভে আত্মহত্যা করে তাহমিনা। এ ঘটনায় তাহমিনার দেবর কায়সার আর ননদ রুবির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, তাহমিনা আক্তার নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে দেবর–ননদ কর্তৃক অপবাদ দেওয়ায় আত্মহত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্ত দেবর ও ননদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।