আনোয়ারা বাছুরসহ একটি গাভী ও পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার চাতরি চৌমুহনী বাজার থেকে গরু ও পিকআপ আটক করা হয়। আটককৃত গরুগুলোর মালিকানা এখনো নিশ্চিত করা যায়নি। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহর থেকে পিকআপ যোগে একটি গাভী ও বাছুর বাঁশখালীর দিকে নেওয়ার পথে আনোয়ারা থানার টহল পুলিশের হাতে আটক হয়। এতে পিকআপ চালক রাউজানের গহিরা গ্রামের বাসিন্দা মো. মুছাকে (৩৮) জিজ্ঞাসাবাদে জানা যায়, হাটহাজারী আমান বাজার থেকে গরু গুলো বাঁশখালী নিয়ে যাচ্ছে। গাড়ির চালকের আচার–আচরণ সন্দেহ হলে পুলিশ গরু ও গাড়ি আটক করে। গতকাল পর্যন্ত গরুর প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।