চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে মো. ওসমান গণি (২৪) নামে এক গাড়িচালককে রাস্তায় আটকে বেধড়ক মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কিং অব আনোয়ারা কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।
হামলাকারীরা তার সঙ্গে থাকা ৪৫ হাজার টাকা ও ২৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আহত ওসমান গণি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ গুয়াপঞ্চক এলাকার নুরুল আমিনের ছেলে। ঘটনার পর তিনি আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন—মো. এনাম উদ্দিন (৩০), মো. শওকত (৩৮), মো. মালেক (৩৫), মো. হোসাইন (৩১) ও আবদুর রশিদ (৪৮)। তারা বৈরাগ ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযোগে ওসমান গণি জানান, তিনি পেশায় পেলুডার গাড়িচালক। ঘটনার সময় কমিউনিটি সেন্টারের ভেতর থেকে গাড়ি আনতে গেলে পূর্ব শত্রুতার জেরে আবদুর রশিদের নেতৃত্বে ২০-২৫ জন মিলে তাকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি মারধর করে।
তিনি আরও বলেন, “গাড়িতে তেল দেওয়ার জন্য কোম্পানি আমাকে ৪৫ হাজার টাকা দিয়েছিল। সেই টাকা ও মোবাইল ফোন তারা ছিনিয়ে নেয়। আশপাশের লোকজন ছুটে এলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে।”
ভুক্তভোগী ওসমান গণি এ ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “একজন গাড়িচালকের মারধরের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”