হযরত শাহ্ আবদুল মালেক আল–কুতুবী স্মরণে কুতুব শরীফ দরবারের তাসাউফ ভিত্তিক সংগঠন তরীকায়ে মালেকীয়ার ব্যবস্থাপনায় আনোয়ারা উপজেলার ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে গাউছে মুখতার কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের চেয়ারম্যান শাহ্জাদা ছৈয়দুল মিল্লাত আল–কুতুবী। এতে উদ্বোধক ছিলেন, চসিক সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব মুজিবুল হক শাকুর। প্রধান আলোচক ছিলেন কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন ইসলামিক স্কলার সাইফুল আলম বাবর আল আযহারী। স্বাগত বক্তব্য রাখেন, সোলায়মান চৌধুরী, মাওলানা আব্দুস শুক্কুর আল–মালেকী। এতে আরো বক্তব্য রাখেন মাওলানা সাখাওয়াত রেজা কাদেরী, ইলিয়াছ আলম রেজভী, আলী হোসেন আরিফ, জাহাঙ্গীর আলম মেম্বার সহ কুতুব শরীফ দরবারের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











