আনোয়ারায় গরু চুরি বন্ধে প্রশাসনের কাছে স্মারকলিপি

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

আনোয়ারা একের পর এক গরু চুরির ঘটনায় অতিষ্ট সাধারণ খামারি ও কৃষক পরিবার। গত ১ মাসের বেশি সময় ধরে উপজেলার ১১ ইউনিয়নে চলছে গরু চুরির ঘটনা। এতে খামারিদের মাঝে আতংক বিরাজ করছে। যার কারণে গরু চুরি বন্ধের আবেদন জানিয়ে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে স্মারকলিপি প্রদান করেছে আনোয়ারা ডেইরি ফার্মাস এসোসিয়েশন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, আনোয়ারা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক তানভীর হাসান, যুগ্মসাধারণ সম্পাদক মো. এহসানুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক নাবিদ, মো. রিয়াদ হোসেন।

নুরুল হুদা বলেন, গরু চুরির কারণে খামারি ও কৃষি পরিবারে আতংক দেখা দিয়েছে। তাই এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন, থানা ও প্রাণি সম্পদ বিভাগে আনোয়ারা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে চালার টিন কেটে ইলেক্ট্রনিক্স দোকানে চুরি
পরবর্তী নিবন্ধহজের খরচ আরও না কমালে কোটা পূর্ণ না হওয়ার সম্ভাবনাই বেশী