আনোয়ারায় কেপিএল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

আনোয়ারায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে নবম বারের মতো খুরুস্কুল প্রিমিয়ার লিগ (কেপিএল) অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় পটিয়া ফ্রেন্ডস ক্লাব ২০ গোলে লামার বাজার ফুটবল একাদশকে পরাজিত করে। গত শুক্রবার রাতে জুঁইদন্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামের মাঠে এ খেলার উদ্বোধন করেন উদ্বোধন করেন আলী হোসেন আরিফ। হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আশরাফুজ্জাম, রেজা খান শামিম, মোহাম্মদ কায়সার, আয়োজক কমিটির সভাপতি শেখ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধভারতকে চাপে ফেললেন অস্ট্রেলিয়ার বোল্যান্ড