আনোয়ারা উপজেলার জুইঁদন্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামে কেপিএল অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য রাশেদুল ইসলাম চৌধুরী রাসেল এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় দ্যা অ্যারিভার্স স্পোর্টিং ক্লাব ১–০ গোলে পতেঙ্গা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয় লাভ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন এন.এস ফুড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আলী হোসেন আরিফ। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন এম.ডি সিটিজি ফ্যাশনের স্বত্ত্বাধিকারী আশরাফুজ্জামান আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল আজাদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জুঁইদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সহ–সভাপতি সৈয়দ নুর সেলিম, মোহাম্মদ ইব্রাহিম, ফারুক সালাম তালুকদার, রেজা খান শামিম, ডা. কাইছার, সভাপতি শেখ মোহাম্মদ সোহাগ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস প্রমুখ।