আনোয়ারায় কাপড়ের রং মিশিয়ে আইসক্রিম তৈরি, জরিমানা

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২৪ জুন, ২০২৪ at ৬:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় পৃথক অভিযানে অনুমোদনহীন কারখানায় কাপড়ের রং, নিন্মমানের কেমিক্যাল, স্যাকারিন ও কৃত্রিম সুগন্ধি মিশিয়ে আইসক্রিম তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় দুইটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জুন) বিকেলে উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকায় টানেল রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন।

অপরদিকে চাতরী চৌমুহনী বাজারে পশ্চিমে এ মাবুদ ভবন এলাকায় একটি টিনশেডের ঘরে গড়ে উঠা আফিয়া আইসক্রিম কারখানায় সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্মকর্তা ফারহানা জাহান পারুল ও আনোয়ারা থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় অপহৃত ট্রাকচালক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নারী