বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজিত কনসার্ট চলার সময় কিছু যুবকের হামলায় ৮ জন আহত হওয়ার ঘটনায় গতকাল সোমবার বিকেলে মো. মনছুরসহ (২২) অজ্ঞাতনামা ১৫ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত হাসনাতের পিতা নুরুল আনোয়ার (৫৫)। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
এ বিষয়ে বাদী নুরুল আনোয়ার বলেন, চট্টগ্রাম শহর থেকে রোববার আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে কনসাার্ট দেখতে যায় আমার ছেলে, ভাগিনা এবং ভাইপোরা। এ সময় কনসার্ট চলাকালীন অভিযুক্তরা নাচতে নাচতে আমার ছেলের গায়ের উপর পরলে আমার ছেলে তাদের সরে যেতে অনুরোধ করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ১৫–২০ জন কিশোরগ্যাং নিয়ে আমার ছেলেদের উপর হামলা করে তাদের গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয়রা আমার ছেলেদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্থানীয় ও থানা সূত্রে যায়, কনসার্টে হাজার হাজার দর্শক হয়। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কগুলোও ছিল লোকে লোকারন্য। দর্শকদের মধ্যে অধিকাংশ ছিল তরুণ। কিছু তরুণের প্রকাশ্যে মাদক সেবন আর উশৃঙ্খল নিত্য আর অঙ্গ ভঙ্গি কনসার্টের সুনাম নস্ট করে। তারই ধারাবাহিকতায় হামলার ঘটনার সৃষ্টি বলে জানা গেছে। কনসার্ট চলাকালীন মাঠের পূর্বপাশে ইয়াবা সেবনের দৃশ্যও স্থানীয়রা মোবাইলে ভিডিও করেছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ এরা বেপরোয়া কিশোর গ্যাং।