আনোয়ারায় কনসার্টে মারামারি, আহত ৮

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৩০ অক্টোবর, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে আনোয়ারা উপজেলা প্রশাসন আয়োজিত কনসার্টে দর্শকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮ টায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, রাফিন (২০), তানজিদ (২১), নুরুল হাসনাত সায়েম (২০), মো. মিনহাজ (২২), ইমতিয়াজ উদ্দীন (২২), ফারুক হোসেন (২৩), অয়ন (১৯), অমিত (২০)। আহতদের অভিযোগ তারা মাঠে কনসার্ট দেখছেন; এমন সময় ২০/২৫ জন দল বেধে এসে তাদের পাশে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে ঝগড়া শুরু করে। তারপর পেটাতে থাকে। হামলাকারীরা অপরিচিত হলেও কয়েকজনকে তারা চেনেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। আহতদের প্রথমে আনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর দুই জনকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মর্তুজা কামাল মোরশেদ জানান, মারামারির ঘটনায় ৭/৮ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, তানজিল রাকিব (২৫) নামে একজনকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে। তবে ঘটনার কারণ জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে। কোনো অভিযোগ পাওয়া যাইনি।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
পরবর্তী নিবন্ধকাল থেকে তিন দিনের অবরোধের ডাক বিএনপির