আনোয়ারায় ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার, মাদক ব্যবসায়ী স্বামী পলাতক

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ রাবেয়া খাতুন (৬০) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ওই গৃহবধূকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার রাবেয়ার স্বামী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. ইউনুস পালিয়ে যায়। এ ব্যাপারে আনোয়ারা থানায় মাদক আইনে মামলা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, চুন্নাপাড়ার বাসিন্দা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস নিজ বাড়িতে স্ত্রীর সহায়তায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। রবিবার রাতে ইউনুসের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় ইউনুস পালিয়ে গেলেও তার স্ত্রী রাবেয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ১৬০ পিচ ইয়াবা, ইয়াবা সেবন ও ইয়াবা বিক্রয়ের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ৪টি (চাকু) এবং নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, সেনাবাহিনীর অভিযানে মাদক মামলায় গ্রেপ্তারকৃত রাবেয়া খাতুন ও তার স্বামী মাদক ব্যবসায়ী ইউনুসের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধরাহাত্তারপুল সমাজ কল্যাণ পরিষদের আলোচনা সভা