আনোয়ারায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৪:০৭ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪) জানুয়ারি দুপুরে বরুমচড়া ইউনিয়নের নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত শামসুল ইসলাম চৌধুরী বরুমচড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

জানা যায়, গত ২০২০ সালে আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকায় বিএনপির কর্মসূচিতে কয়েকশত নেতাকর্মীদেরকে হামলা করে আহত করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় গত ২৪ সালের ৭ অক্টোবর আনোয়ারা থানায় উপজেলার বিএনপি কর্মী তৌহিদ মিয়া বাদী হয়ে সাবেক ভূমিমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীসহ ১১২ জনকে অভিযুক্ত করে মামলা করেন। ওই মামলায় বর্তমান ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরীকেও অভিযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইন জুয়াকে কেন্দ্র করে লোহাগাড়ায় যুবককে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে দুই ইটভাটা বন্ধের নির্দেশ, ৪ লাখ টাকা জরিমানা