আনোয়ারায় আগুনে পুড়ে গরুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

আনোয়ারায় গোয়াল ঘরে আগুন লেগে দেড় লক্ষাধিক টাকা মূল্যের একটি গরু পুড়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর গ্রামের বাসিন্দা আমাতুন নাহারের গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হত দরিদ্র আমাতুন নাহারের দেড় লক্ষাধিক টাকা মূল্যের গরুটি পুড়ে মারা গেছে। এ সময় আগুনে এক বৃদ্ধাও আহত হয়।

আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় পর্যায়ে ৬দিন ব্যাপী মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসবের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসারা দেশে ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেপ্তার