আনোয়ারায় গোয়াল ঘরে আগুন লেগে দেড় লক্ষাধিক টাকা মূল্যের একটি গরু পুড়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর গ্রামের বাসিন্দা আমাতুন নাহারের গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হত দরিদ্র আমাতুন নাহারের দেড় লক্ষাধিক টাকা মূল্যের গরুটি পুড়ে মারা গেছে। এ সময় আগুনে এক বৃদ্ধাও আহত হয়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।