আনোয়ারায় আগুনে পুড়ে ছাই হয়েছে ২ দোকান। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টায় উপজেলার রায়পুর ইউনিয়নের জৈদ্দ্যের হাট এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মো. জাহাঙ্গীর আলম ও মো. ইউনুচ।
স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে জৈদ্দ্যের হাটে আগুন লাগে। এ সময় স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মুজিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।