আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই দুই সহোদয়ের বসতঘর। গতকাল শনিবার দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিরহাটের ব্রাহ্মণ পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন, স্থানীয় বসাক চক্রবর্তী ও সেবাক চক্রবর্তী।
স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ ব্রাহ্মণ পাড়ায় আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও তার আগে পুড়ে ছাই হয়ে যায় দুই সহোদরের বসতঘর।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে আড়াই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।