আনোয়ারায় আওয়ামী লীগ নেতা আটক

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় বিএনপির মিছিলে হামলার মামলায় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নজরুল আনসারী মুজিবকে (৫৫) পুলিশ আটক করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়ের সরকারহাট এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক মুজিব বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের ডা. এম.এ মতিনের পুত্র।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, বিএনপির মিছিলে হামলা মামলার এজহারনামীয় আসামি আওয়ামী লীগ নেতা মুজিবকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআগামীর বাংলাদেশে দলের নাম বা মার্কা দেখে কেউ আর ভোট দেবে না : সারজিস
পরবর্তী নিবন্ধপরিকল্পিত পন্থায় যাকাতের অর্থে দারিদ্র্য বিমোচন সম্ভব