আনোয়ারায় আওয়ামী লীগ নেতা ইলিয়াস গ্রেফতার

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৩ অপরাহ্ণ

আনোয়ারায় পুলিশের অভিযানে বারশত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াস (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার আনোয়ারা উপজেলার সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ইলিয়াস উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের মৃত আবদুল খালেকের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারকৃত ইলিয়াছ বারশত ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সে এলাকায় মাদক সিন্ডিকেটের নেতৃত্ব দিয়েছিল।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, বিএনপির মিছিলে হামলার মামলার আসামি আওয়ামী লীগ নেতা ইলিয়াসকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া-মহেশখালী সড়কে চাঁদাবাজি, প্রতিবাদে ৬ ঘণ্টা সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধআসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে কৃষি বিপণন সমন্বয় কমিটির সভা