আনোয়ারায় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও দেয়াং পাহাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি ছুরি ও ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলো বেলচুরা গ্রামের আবদুস শুক্কুরের ছেলে মো. আনোয়ার (৩২) ও বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের আবু শামার ছেলে মো. ইউছুফ আলম প্রকাশ রাজু (৩০)।
আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মেদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।












