আনোয়ারায় অগ্নিকাণ্ডে ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দুপুরে সদর ইউনিয়নের মদন শীলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিব শংকর শীলের বসতঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানা যায়। উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মং সুই নু বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ করি। বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়–ক্ষতি হয়েছে ।












