আনোয়ারা চুন্না পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের মাঝে কম্বল ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছে নিষ্ঠা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার এসব বিতরণকালে নিষ্ঠার পক্ষে উপস্থিত ছিলেন নিষ্ঠার কার্যনির্বাহী সদস্য ছালেহ আহমদ, আজীবন সদস্য ও নিকাহ রেজিস্ট্রার মাওলানা কাজী আলমগীর আনছারী, সাবেক পিআরও জাকারিয়া আলম এবং সহকারি পিআরও জনাব আসিফ মাহমুদ। এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাওলানা মোহাম্মদ ইসহাক, রাজনীতিবিদ কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে ইউপি সদস্য নিষ্ঠা ফাউন্ডেশনের মানবিক কাজের প্রশংসা করেন ও নিষ্ঠা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাতে চুন্না বড় হুজুরের বাড়ির ১৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে বিদগ্ধ হয়ে ৪ চার জন ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিষ্ঠার পক্ষ থেকে অগ্নিদগ্ধদের এ্যাম্বুলেন্স সেবা দেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।