আনোয়ারায় আগুনে ২ পরিবারের ঘর পুড়ে ছাই

| মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ২:০৪ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের সমিতি পুকুরপাড় এলাকায় আগুন লেগে দিলীপ কুমার দাস (৫৫) ও অনিল কুমার দাস (৬০) দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

এতে অনিল কুমারের ৪ টি ছাগল ও দিলীপ কুমারের ঘরের সবকিছু পুড়ে যায়।

জানা যায়, অনিল কুমারের পরিবার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। অন্যদিকে দিলীপ কুমার পেশায় একজন সিএনজি চালক। তিনি সকালে গাড়ি নিয়ে বের হন। ২ পরিবারের কেউ ঘরে ছিলনা।

আজ মঙ্গলবার সাড়ে ১২ টার সময় আগুন লাগার খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার খবর শুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাতে আসেন হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান কলিল উদ্দিন ইউপি সদস্য উম্মে সাজিয়া সোলতানা, ফয়েজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান থেকে আমরা ঘরে আগুন দেখতে পাই। দুই পরিবারের কেউ ঘরে ছিলনা। স্থানীয় ফায়ার সার্ভিসকে ফোনে জানানো হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, আগুন লাগার খবর পেলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়। ৪৫ মিনিটের প্রচেষ্টার পর ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনি।

ধারণা করা হচ্ছে বাড়ির পাশে জঙ্গলে কে বা কারা আগুন দিয়েছিল এর থেকে আগুনের সূত্রপাত।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে দশ মিনিটের আগুনেই ১১ গরু পু’ড়ে ছাই
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ৪ ব্যবসায়ীকে জরিমানা