আনোয়ারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসন এবং আনোয়ারায কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইশতিয়াক ইমন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক জোয়ায়েরুল আলম মানিকের নেতৃত্বে দক্ষিণ জেলার ৬ প্রতিনিধি সাইয়িদ, নাসির, রায়হান, এনামুল হক, আব্দুল হামিদ, প্রান্তকে সভায় পরিচয় করিয়ে দেওয়া হয়। সভায় জেলা সমন্বয়ক জোয়ায়েরুল আলম মানিক বলেন, দক্ষিণ জেলায় ৬ প্রতিনিধি ছাড়া আর কোন প্রতিনিধি অমাদের নেই। আমরা সরকারি স্থাপনা রক্ষা, সাম্প্রদায়িক দাঙ্গা নিরসন, বাজার মনিটরিং, ট্রাফিক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,মাদক, দুর্নীতি, সিন্ডিকেট, চুরি, ডাকাতি,সংখ্যা লঘুপরিবার পাহারা রাষ্ট্রের সব অপকর্মের বিরুদ্ধে কাজ করব।