আনিসুল ইসলামের কাছে নগদ আছে ২ লাখ ২০ হাজার টাকা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম(হাটহাজারীবায়েজিদ একাংশ) আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ নির্বাচন কমিশনে হলফনামা দাখিল করেছেন। হলফানামায় তিনি পেশা উল্লেখ করেন ব্যবসা। এছাড়া শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেন বারএটল। আনিসুল ইসলাম মাহমুদ নিজ নামে শেয়ার বন্ড সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে নিজ নামে আয় ৩ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার ৭৩৪ টাকা, চাকরি থেকে আয় ২৫ লাখ ৬০ হাজার টাকা, অন্যান্য উৎস থেকে নির্ভরশীলদের বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে নগদ টাকা আছে ২ লাখ ২০ হাজার ১৩৯ টাকা এবং স্ত্রীর নামে আছে ১৫ লাখ ৭০ হাজার ১২ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমা আছে ১ কোটি ১ লাখ ৯৫ হাজার ৪১৪ টাকা এবং স্ত্রীর নামে আছে ৪ কোটি ৭৭ লাখ ৫ হাজার ৯৮৫ টাকা, বন্ড, ঋণপত্র ও স্টক এঙচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন শেয়ার নিজ নামে বর্তমান মূল্য দেখিয়েছেন ১৫ কোটি ১৩ লাখ ৩১ হাজার ২৯৪ টাকা, স্ত্রীর নামে দেখিয়েছেন ১ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা, বাস, ট্রাক, মোটরযান ও মোটরসাইকেল নিজ নামে অধিগ্রহণকালে মূল্য দেখান ৯২ লাখ ৫২ হাজার ২২০ টাকা, স্ত্রীর নামে ৯২ লাখ ৬৩ হাজার ২৯৩ টাকা, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গহনা নিজ নামে অধিগ্রহণকালে মূল্য উল্লেখ করেছেন ২০ হাজার টাকা এবং স্ত্রীর নামে ২ লাখ ২০ হাজার টাকা, নিজ নামে আসবাবপত্রের মূল্য দেখিয়েছেন ৪ লাখ ২৫ হাজার টাকা এবং স্ত্রীর নামে ১ লাখ ২৫ হাজার টাকা, অন্যান্য আয় (উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ ও বিদেশি রেমিটেন্স) বার্ষিক দেখিয়েছেন ১২ কোটি ৩৩ হাজার ৭১১ টাকা এবং স্ত্রীর নামে ১৯ লাখ ৭০ হাজার ৩৭১ টাকা, নিজ নামে থাকা অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৩৭ কোটি ৩৬ লাখ ২ হাজার ৭৬৬ টাকা এবং স্ত্রীর নামে দেখিয়েছেন ১২ কোটি ১১ লাখ ৯০ হাজার ৬০৮ টাকা। আনিসুল ইসলাম মাহমুদ হলফনামায় স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ৩৩ দশমিক ৩৩ একর কৃষি জমির বর্তমান আর্থিক মূল্য দেখিয়েছেন ৩ হাজার একর।

নিজ নামে থাকা ভবনের (আবাসিক/বাণিজ্যিক) মূল্য দেখান ৭ কোটি ২২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা এবং স্ত্রীর নামে দেখান ২ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ১২২ টাকা, নিজ নামে ১৫ কাঠার জায়গা অধিগ্রহণকালের মূল্য দেখান ৭০ হাজার ৩৯৪ টাকা এবং স্ত্রীর নামে ১৫৯০ বর্গফুটের ফ্ল্যাটের মূল্য দেখান ৩৪ লাখ ৩২ হাজার টাকা, স্ত্রীর চা বাগান, রাবার বাগান ও মাছের খামারের মূল্য দেখান ৩৪ লাখ ৩২ হাজার টাকা। নিজ নামে থাকা স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৭ কোটি ২৩ লাখ ১২ হাজার ৩৪৮ টাকা এবং স্ত্রীর নামে ২ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ১২২ টাকা। অপরদিকে আনিসুল ইসলাম মাহমুদ হলফনামায় তার বিরুদ্ধে হওয়া ১০ টি মামলার বিবরণ দেন। তার মধ্যে সবগুলো মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধএস এম ফজলুল হকের ব্যবসা থেকে বার্ষিক আয় ১৩ লাখ ৫৩ হাজার টাকা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার জানাজা শেষে অসুস্থ হয়ে একজনের মৃত্যু