আনসার সদস্যদের আন্দোলনে সচিবালয়ে অবরুদ্ধ হাসনাত আবদুল্লাহ ও সারজিস

| রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৯:৪০ অপরাহ্ণ

রাজধানীর সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। এ দুই সমন্বয়ককে উদ্ধারে সচিবালয়ের উদ্দেশে রওনা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম তাদের ফেসবুক পোস্টে আটক রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে। পরে রাত ৯টায় তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাসিম বিল্লাহ মাহফুজ এক ফেসবুক পোস্টে লেখেন, উপদেষ্টা নাহিদ ভাইসহ হাসনাত ও সার্জিস ভাইকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে বিপথগামী কিছু আনসার সদস্য ও ছাত্রলীগের প্রেতাত্মারা। আমরা সবাই মিলে সচিবালয়ে মার্চ করে তাদেরকে মুক্ত করে নিয়ে আসব। সবাই যোগ দিন, বিষয় সবাইকে অবগত করুন, অতীব জরুরি।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা আগমনের ৭ বছর পূর্ণ
পরবর্তী নিবন্ধসচিবালয়ে শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলা, আহত ২০