আনসার-ভিডিপি চট্টগ্রাম জেলার মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার ফয়’সলেকস্থ প্রশিক্ষণ মাঠে জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক মো. শাহাবুদ্দিন। সভায় বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান। উপস্থিত ছিলেন জেলার সকল উপজেলা/থানা আনসার-ভিডিপি কর্মকর্তা, অঙ্গীভূত পিসি, এপিসি ও আনসারসহ ভিডিপি সদস্যগণ। প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক বলেন, দেশের সর্বত্র বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখতে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী, অঙ্গীভূত পিসি, এপিসি ও আনসারসহ তৃণমূল পর্যায়ের ভিডিপি সদস্য-সদস্যাদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












