আনসার আল ইসলাম সদস্য শামীমের ৩ দিনের রিমান্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

সিরিয়া ফেরত আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেন হোসেন লালুর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার শামীমুর রহমানেরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে কাউন্টার টেররিজম ইউনিট শামীমের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করেন। আদালতের নগর পুলিশের প্রসিকিউশন শাখার একটি সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। সূত্রটি জানায়, গত মঙ্গলবার খুলশী থানাধীন ফিরোজ শাহ এলাকা থেকে সিরিয়া ফেরত সাখাওয়াতের তথ্যে আনসার আল ইসলামের সদস্য সন্দেহে শামীমকে গ্রেপ্তার করা হয়।
গত ১১ জুন শুক্রবার খুলশী আবাসিক এলাকার আহলে হাদিস জামে মসজিদ এলাকা থেকে সাখাওয়াতকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনতা কর্মশালা
পরবর্তী নিবন্ধচাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ৪