আনলো নতুন দিন আ.ফ.ম.মোদাচ্ছের আলী | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ ফেব্রুয়ারির তেইশ তারিখ বায়ান্নো ঐ সাল বরকতেরই রক্তধারায় মিনার গড়ার কাল, রক্তে ভেজা মাটির কাছে আছে অনেক ঋণ প্রথম মিনার গড়ল মিলে আনতে নতুন দিন। বাংলা আমার মায়ের ভাষা হাজার প্রাণের দান যায়না ভোলা চিরজীবন তাঁদের অবদান।