হঠাৎ আমার সাধ হয়েছে
দেবো যে বন পাড়ি
মস্ত পাহাড় ডিঙিয়ে এসে
ফিরবো তবে বাড়ি।
রাতটা যখন ঠিক নিশুতি
দরজা খুলে বেরোই
দুরুদুরু বুকে আমি
উঠোনখানা পেরোই।
যেইনা আমি পেরিয়ে গেলাম
জারুল গাছের বন
ঝিঁঝিঁ পোকার গল্পে যেন
আনমনা এই মন।
হঠাৎ দেখি দিচ্ছে উঁকি
আধখানা চাঁদ বাঁকা
কল্প বুড়ির গল্প যেন
চাঁদের গায়ে আঁকা।
পেঁজা তুলোর মেঘেরা ওই
ছুটছে অবিরাম
আকাশ জুড়ে খুলছে যেন
নীল সাদা এক খাম।
আকাশটাকে বিদায় দিয়ে
আলতো পায়ে হাঁটি
পায়ের তলায় সুড়সুড়ি দেয়
বৃষ্টি ভেজা মাটি।