আনন্দ সাংস্কৃতিক অংগনের নিয়মিত ১২২তম অনুষ্ঠান ‘সুরের বন্ধন’ শিরোনামে এক সাংস্কৃতিক সন্ধ্যা গতকাল শনিবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ঠিক ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মঞ্চে আহবান জানানো হয় এই দেশের স্বনামধন্য সুরকার, সংগীত পরিচালক ও একুশের পদকপ্রাপ্ত শেখ সাদী খানকে। সংগঠনের পরিচালক লিটন মিত্র প্রধান অতিথিকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। শেখ সাদী খান তাঁর বক্তব্যে বলেন, গীতিকার সুরকার ও সংগীত শিল্পীর সমন্বয়ে একটি গান তৈরী হয়। আজ আনন্দ সাংস্কৃতিক অংগন তারা সুস্থ সংস্কৃতির বিকাশে অনেক বছর ধরে যে কাজটি করে যাচ্ছে সত্যিই তা প্রশংসার দাবিদার। শিল্পী আলেয়া আরিফ ও সৈয়দ মোহাম্মদ ইতমাম ১৬টি গান পরিবেশন করেন। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, ওগো আর কিছুতো নয়, সুন্দর সূর্বণ, আমার দিনভর, আকাশের হাতে আছে, আমার সোনার বাংলা (জেমস্), কান্টি রোডস্, ওয়াগন হুইল ডারিয়াস, ভিগি ভিগি, মুরির টিন ইত্যাদি গান পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন লিটন মিত্র। প্রেস বিজ্ঞপ্তি।












