আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৩২ পূর্বাহ্ণ

বন্ধুর বিয়েতে দিনভর বন্ধুদের সাথে গল্প, আড্ডা, একসাথে বসে খাওয়া, সবই ছিল উৎসবমুখর। কিন্তু এই আনন্দ শেষ হলো মুহূর্তেই। কাঠ বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পারভেজ আলমের (২৬)। গুরুতর আহত হয়েছেন অপর আরোহী আবদুল মজিদ (২৭)

জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে চন্দনাইশের বাগিচাহাট এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ সময় আনন্দ মুহুর্তেই বিষাদে রূপ নেয়। নিহত পারভেজ সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ গ্রামের জাফর আহমদের ছেলে। আহত আবদুল মজিদ একই এলাকার আবদুল ছবুরের ছেলে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. ইলিয়াছ সানি জানান, পারভেজ গত তিন মাস আগে সৌদি আরব থেকে বাড়িতে এসেছিল। সোমবার পারভেজের বন্ধু সাইফুলের বিয়ের অনুষ্ঠান ছিল চন্দনাইশের বুলার তালুক রাস্তার মাথা এলাকায়। বিকেলে তারা বিয়ের অনুষ্ঠানে যায়। খাওয়াধাওয়া শেষে রাত সাড়ে ১১টার দিকে নতুন বউ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় পারভেজ ও তার অপর বন্ধু আবদুল মজিদ মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে তারা চট্টগ্রামকঙবাজার মহাসড়কের বাগিচাহাটের বাইতুল হুদা জামে মসজিদ সংলগ্ন বাঁকে পৌছলে চট্টগ্রামমুখী একটি কাঠ বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আবদুল মজিদ বর্তমানে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, দুর্ঘটনার পরপর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধতৈরি পোশাকে মেইড ইন বাংলাদেশের নতুন গন্তব্য
পরবর্তী নিবন্ধদুদিনে ২২০ রাজস্ব কর্মকর্তাকে বদলি