আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ আগস্ট, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় আনন্দ মিছিলে গিয়ে আবদুল কাইয়ুম (৫২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশনের জাকোয়াবির পাড়া এলাকায় মহাসড়কে তিনি ঢলে পড়েন।

আবদুল কাইয়ুব উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্কুল রোড এলাকার মৃত আবদুস শুক্কুরের পুত্র ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

আহ্বায়ক কমিটির অপর সদস্য আবুল হাসেম বলেন, শেখ হাসিনা পদত্যাগের খবর শুনে আমরা একত্রিত হয়ে উপজেলা সদর বটতলী স্টেশনে আনন্দ মিছিল করছিলাম। মিছিলে আবদুল কাইয়ুম পাশেই ছিলেন। মিছিল চলাকালীন সময় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢলে পড়েন।

পরে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন আবদুল কাইয়ুমের মরদেহ দেখতে যান। এই সময় তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকে সান্তনা দেন।

পূর্ববর্তী নিবন্ধজেলা উপজেলায় উল্লাস, মিষ্টি বিতরণ
পরবর্তী নিবন্ধচলচ্চিত্র প্রযোজক সেলিম খান ও অভিনেতা ছেলেকে পিটিয়ে হত্যা