রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির প্রমুখ। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সীতাকুণ্ড : গানে, আনন্দ আড্ডায় এবং কেক কেটে সীতাকুণ্ডের সাংস্কৃতিক অঙ্গনের কন্যাদের নিয়ে নারীনেত্রী সুরাইয়া বাকের জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন করেন। এই সময় তিনি বলেন, কন্যা সন্তান আল্লাহর বিশেষ নেয়ামত। তাই কন্যা সন্তানের প্রতি বৈষম্য, অনাদর, অবহেলা নয়। তাদের প্রতি সর্বোত্তম সুন্দর আচরণ করা জরুরি। কন্যা সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে মেধা মননে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। অনুষ্ঠানে গান পরিবেশন করেন মনিষা, শান্তা, অনন্যা, প্রীতি, সুকন্যা, মনি, মুমু, মালিহা। সবশেষে পরিবেশন করা হয় রাতের খাবার।