আনন্দ উৎসবে আয়োজিত হল চুনতি ডট কম ম্যারাথন

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:১৫ পূর্বাহ্ণ

ব্যাপক উৎসাহউদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে চুনতি ডট কম ম্যারাথন ২০২৫ গতকাল ২৬ ডিসেম্বর শুক্রবার সম্পন্ন হয়েছে। লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের ইসহাক মিয়া সড়কে চতুর্থবারের মতো এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম গ্রামভিত্তিক ওয়েবসাইট চুনতি ডট কমএর আয়োজনে অনুষ্ঠিত এই ম্যারাথনে দেশ ও বিদেশ থেকে ৮০০এরও বেশি দৌড়বিদ অংশগ্রহণ করেন। সাড়া জাগানো এই ম্যারাথন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতির কৃতী সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। যাহেদুর রহমান ও রবিউল হাসান আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের নানা গুণীজন উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন চুনতি সমিতির সভাপতি আসাদ খান, ক্রাউন সিমেন্টের প্রধান উপদেষ্টা মাসুদ খান, বিশ্বব্যাংকের লিড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত, এফসিএ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইসমাইল, চুনতি ডট কম ম্যারাথন ২০২৫এর আহ্বায়ক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান, চুনতি সমাজকল্যাণ পরিষদের সভাপতি বাবর হোসেন সিদ্দিকী, কনফিডেন্স সল্ট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা সরদার নওশাদ ইমতিয়াজ এবং ম্যারাথনের সদস্য সচিব কাজী আরিফুল ইসলাম। একেবারে সকাল থেকেই ছোট, কিশোর,তরুণ এবং বয়সী দৌড়বিদরা প্রতিযোগিতায় অংশ নিতে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন। তাদের ঝলমলে উপস্থিতি প্রতিযোগিতা স্থলকে আনন্দ উৎসবে ভরিয়ে তোলে। কোরান পাঠ,জাতীয় সঙ্গীতের পর শুরু হয়ে যায় ম্যারাথন দৌড়। তিনটি রেস ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২১.১ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মামুন আহমেদ। প্রথম রানার আপ হন মো. সুজন, দ্বিতীয় রানার আপ মো. আব্দুল্লাহ আল নোমান এবং তৃতীয় রানার আপ মো. শামসুজ্জামান আরাফাত।

২১.১ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন নেপাল চন্দ্র ভৌমিক এবং প্রথম রানার আপ হন রতন কান্তি বড়ুয়া। ২১.১ কিলোমিটার লোকাল ইনস্পিরেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হন মো. ইফতি। ১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন আশরাফুল আলম। প্রথম রানার আপ মোহাম্মদ জাকির হোসেন, দ্বিতীয় রানার আপ মো. আনোয়ার, তৃতীয় রানার আপ তামিম উদ্দিন এবং চতুর্থ রানার আপ হন আসাদুর রহমান মাহাসিন। ১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মো. তৈয়াব উদ্দিন, প্রথম রানার আপ মো. আতিয়ার রহমান এবং দ্বিতীয় রানার আপ খাইরুল ইসলাম। লোকাল ইনস্পিরেশন অ্যাওয়ার্ড (জেনারেল) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন আব্দুল্লাহ আল নোমান এবং প্রথম রানার আপ হন আবু সালেহ মো. হাবিবুল্লাহ। ১০ কিলোমিটার লোকাল ইনস্পিরেশন অ্যাওয়ার্ড (ভেটেরান) অর্জন করেন জাবেদ আব্বাস সিদ্দিকী। প্রতিযোগিতা শেষে সফল এবং অংশগ্রহণকারী দৌড়বিদদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ ওসমান হাদিকে স্মরণ
পরবর্তী নিবন্ধএক ফ্রেমে মৌসুমী-শাবনূর