আনন্দে জাগো আজি

শাহানা আলম | বৃহস্পতিবার , ১৪ এপ্রিল, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

বাঙালির ঐতিহ্যকে যে সকল উৎসব অনুষ্ঠান ধারণ করে আছে, সে-গুলোর মধ্যে অন্যতম বাংলা নববর্ষ, অর্থাৎ পহেলা বৈশাখ। নববর্ষের প্রথম দিনে পহেলা বৈশাখে অতীতের কথা ভুলে গিয়ে, নতুনের আহ্বানে সঞ্জীবিত হয়ে ওঠে সবাই।
নববর্ষ আমাদের জীবনে কেবল মাত্র একটি উৎসব নয় বরং এটি একটি চেতনার প্রতিরূপক, সুপ্রাচীনকাল থেকে বাঙালীরা বৈশাখ মাসের প্রথম দিনটিকে নববর্ষ হিসাবে পালন করে আসছে। নববর্ষ একদিকে যেমন নির্মল আনন্দের খোরাক, তেমনি অন্যদিকে একটি চেতনার ধারক। আর তাই, কোন সাংস্কৃতিক সন্ত্রাস যেন আমাদের ঐতিহ্যকে গ্রাস করতে না পারে, সে ব্যাপারে প্রত্যেক বাঙালিকেই সচেতন হয়ে উঠতে হবে। আনন্দে জাগো আজি- বৈশাখের স্নিগ্ধ প্রভাতে- শুভ নববর্ষ।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখী বারতা
পরবর্তী নিবন্ধপান্তাভাত কড়চা