আর্জেন্টিনার কাঙ্ক্ষিত জয়ই ধরা দিয়েছে হাতে। তাতে বাঁধভাঙা উল্লাসে মেতেছেন দলটির সমর্থকরা। সবাইকে খুশি করতে পেরে আনন্দে আত্মহারা অভিজ্ঞ মিডফিল্ডার আনহেল দি মারিয়া। উল্লাসে ফেটে পড়ে পুরো লুসাইল স্টেডিয়াম। ম্যাচ শেষে টিওয়াইসি-এর সঙ্গে আলাপকালে দি মারিয়া বলেন, সবাইকে উদযাপনের উপলক্ষ এনে দিতে পেরে বেশ ভালো লাগছে তার ও দলের। ‘খুবই খুশি, এই দলটির জন্য আনন্দিত। আমরা খুবই ভালো কাজ করছিলাম, কিন্তু একটি ম্যাচে হেরে যাই। সেখানে যেমনটা প্রত্যাশা করেছিলাম, হয়নি। তবে আজকে আমরা মানুষের জন্য, নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য আনন্দ নিয়ে আসতে পেরেছি। অন্য দিন তারা এসেছিল এবং হতাশ হয়েছিল, তাই আজ আমি সব কিছুর জন্য খুবই খুশি। অনেক বছর ধরে আমরা খেলছি। লড়াই চালিয়ে গেছি, সবসময় চেষ্টা করেছি সবকিছু উজাড় করে দেওয়ার। আজ কাজে লেগেছে। আমার মনে হয়, সবার জন্যই এটা শান্তির।’
সতীথর্রা যেভাবে চাপ সামাল দিয়ে লড়াইয়ে করেছেন তাতে মুগ্ধ দি মারিয়া। ‘আজকে আমরা ভালো একটি প্রতিপক্ষের সঙ্গে দারুণ ম্যাচ খেলেছিল। আমরা জানতাম, কঠিন একটি ম্যাচ হবে, খুব বেশি গোল পাব না। তবে এটা ছিল দেখার মতো এক লড়াই, যা ছিল গুরুত্বপূর্ণ।’ শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।