আনন্দের ঈদ

মোজাম্মেল সুমন | বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

ঈদের মাঠে নামাজ পড়বে মুসলমান,

সুযোগ গোনাহ মাফের

কমবে বোঝা পাপের

যাদের ইমান ভালো তারাই সুফল পান ।

খুশির বার্তা ‘ঈদুল আযহা মোবারক’,

ধনীগরিব মায়ায়

ইসলামেরই ছায়ায়

কোরবানিটা আত্মত্যাগে শোভা হোক ।

অহংকার ও মিথ্যাচার হোক শূন্যময়,

নিয়তকারী ধীমান

আল্লার প্রতি ইমান

কুরবানির ঈদ হোক আনন্দে পুণ্যময় ।

খারাপ ভাষা আনবো নাকো মুখ দিয়া,

হালাল পশু জবাই

মাংস খাবো সবাই

ঈদ আনন্দে করবো রবের শুকরিয়া ।

পূর্ববর্তী নিবন্ধঈদ মানে
পরবর্তী নিবন্ধকোরবানি