ফটিকছড়িতে প্রতিটি ঘরে পাঠকের হাতে বই পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করা হয় আনন্দশৈলী গণপাঠাগার। পাঠাগারের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর ইছাপুর বিএমসি কলেজ মিলনায়তনে পাঠাগার সংগঠক, পাঠক ও শুভানুধ্যায়ীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঠাগার প্রতিষ্ঠাতা সাবেক চাকসু সদস্য হোসেন শহীদ। কবি শাবলু বড়ুয়া ও শিক্ষক মাসুদ উদ্দিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী সাবু বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র আইনজীবী সরোয়ার কামাল, সংগঠক ওবাইদুল আকবর চৌধুরী, অধ্যাপক হুমায়ুন কবির, অধ্যাপক মোর্শেদুল করিম চৌধুরী, অধ্যাপক সাজেদুল করিম, ক্যাপ্টেন আবু সুফিয়ান, অধ্যাপক কাজী সাইফুল আসফিয়া, বেলায়েত হোসেন মুফতি, ব্যাংকার কাজী সোলেইমান, মো. সালাউদ্দিন, সাংবাদিক সোলাইমান আকাশ, লায়ন শফিউল আলম, শিক্ষক কাজী বেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।