আনন্দময় শৈশব সুস্থ জীবন বিকাশের অন্যতম শর্ত বলে মত প্রকাশ করেছেন দারুল উলুম কামিল মাদরাসা গর্ভনিং বডির সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল বৃহস্পতিবার দারুল উলুম কামিল মাদরাসায় নার্সারী এবং ১ম শ্রেণীর নতুন ক্লাসের পাঠদান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন তিনি।
এসময় সুজন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সম্ভাবনাময় তরুণ। শৈশবের উচ্ছল স্মৃতি প্রত্যেক মানুষের নির্মল আনন্দের উৎস। সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের ভিত্তিই হচ্ছে শিশুরা। তাদের নিরাপদ, সুস্থ ও আনন্দময় শৈশবের নিশ্চয়তার মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। তাই শিশুর নিরাপদ, সুস্থ ও আনন্দময় শৈশবের প্রত্যাশা আমার আপনার সবার। তিনি শিশুদের হাতে মোবাইল, ট্যাবসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি না দেওয়ার জন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করেন। তিনি শিক্ষক এবং অভিবাবকদের উদ্দেশ্যে বলেন, শাসন নয় স্নেহই হচ্ছে শিক্ষার প্রধান উপকরণ। তিনি শিক্ষকদেরকে মায়া ও মমতা দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করার আহবান জানান। তিনি মাদরাসার সকল স্তরের শিক্ষার্থীদের উন্নত জ্ঞানার্জনের সুবিধা কাজে লাগানোর অনুরোধ জানান। পাঠদান উপলক্ষে বেলুন এবং অন্যান্য উপকরণ দিয়ে সাজানো শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়া। বক্তব্য রাখেন গর্ভনিং বডির সহ–সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আনোয়ার হোসাইন, আহমদুর রহমান, ক্বারী মো. মঈন উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।











