আনঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ আরব আমিরাত মোছাফ্ফাহ শাখার ব্যবস্থাপনায় একটি কমিউনিটি হলে গত ২৩ অক্টোবর হযরত বড় পীর আবদুল কাদের জিলানীর (র.) পবিত্র ফাতেহায় ইয়াজদাহুম ও দোয়া মাহফিল ছিপাতলী গাউছিয়া আজিজিয়া শাহী দরবার শরীফের সাজ্জাদানশীন ও আনঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা শাহজাদা আবুল ফছ্িহ মেহাম্মদ আলাউদ্দিন আল কাদেরীর (মাঃজিঃআঃ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আনঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গণি, অর্থ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন প্রমুখ। উক্ত দোয়া মাহফিলে সভাপতি বলেন, বেলায়তের সম্রাট হলেন বড়পীর শেখ সুলতান সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রা.)। তিনি আউলিয়াদের সর্দার। উনার মাধ্যমে ইসলাম পুর্নজীবন লাভ করেছে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজত, মিলাদ, কেয়াম ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।